বারুইপুরে আত্মপ্রকাশ করছে Biryani & Beyond 24 (B&B 24 ) -
বারুইপুরে বারুইপুর, কলকাতা: খাঁটি স্বাদ, ঐতিহ্যবাহী রন্ধনশৈলী এবং গুণমানের প্রতিশ্রুতি নিয়ে শহরের অন্যতম প্রতিশ্রুতিশীল ব্র্যান্ড Biryani & Beyond 24 (B&B 24) এবার পদার্পণ করতে চলেছে বারুইপুরে। আগামী শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, বিকাল ৩টেয় নতুন শাখার শুভ উদ্বোধন হবে বারুইপুর সেলস ট্যাক্স অফিসের নিকট, মিদ্দে রোড, বনর্জি ফার্মেসির পাশে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সম্মানীয় ব্যক্তিত্বরা। জনপ্রিয় সেলিব্রিটি অতিথি রূপশা চক্রবর্তী উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার রাই কিশোরী উপস্থিত থাকবেন Special Guest হিসেবে এবং সম্মানিত কাউন্সিলর গৌতম কুমার বিশ্বাস থাকবেন Guest of Honour হিসেবে, যাঁদের উপস্থিতি এই অনুষ্ঠানকে আরও গৌরবান্বিত করবে। এছাড়াও, অনুষ্ঠানে যোগ দেবেন পরিচিত সেলিব্রিটি ব্লগার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা, যারা এই উদ্বোধনী মুহূর্তকে তুলে ধরবেন বৃহত্তর দর্শকের সামনে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। খাঁটি স্বাদ, সুবাস, ঐতিহ্য এবং অথেন্টিসিটি ও কোয়ালিটির জন্য বিখ্যাত B&B 24 বারুইপুরে খাদ্যরসিকদের জন্য এ...